জলাতঙ্ক নির্মূলে তাহিরপুর কুকুরকে টিকা দেওয়া হচ্ছে

আবু সায়েম,সুনামগঞ্জ, প্রতিনিধিঃ দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে কুকুরের টিকাদান কার্যক্রমে গত ২ দিন কুকুরকে দেয়া হয়েছে টিকা। তাহিরপুর উপজেলার ১১২ জন কর্মী কাজ করছেন, তাদের মধ্যে ৫ জন করে দল প্রতি ওয়র্ডে বিভক্ত করা হয়। দক্ষিণ বড়দল ইউনিয়নে টিম-১ ডা.আব্দুল হক, জিতেন্দ্র ও আলিরেজা,সহকারি ও আশরাফুল আলম,

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে সারাদেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে তাহিরপুর উপজেলায় ১১২ জন সদস্য তাদের মধ্যে  ৫ জন করে দল বিভিন্ন এলাকায় গিয়ে কুকুর ধরে ধরে টিকা দিয়েছে।
দক্ষিণ বড়দল ইউনিয়নের টিম-১  ডা. আব্দুল হক বলেন, জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে দক্ষিণ বড়দল ইউনিয়নে কুকুরকে টিকা দেয়া হচ্ছে। এখন গত ২ দিনে প্রায় ০৮/১০ টি  কুকুরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। ২০২২ সালের মধ্য এ ধরনের তিন ধাপে অভিযান চালানো হবে।

জলাতঙ্ক রোগ প্রধানত কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এ রোগ নিয়ে জনমনে নানা ধরনের আতঙ্ক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ