স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৩ টি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামিকে ১২ ফেব্রুয়ারি শুক্রবার গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। আসামির মোহাম্মদ ফখরুদ্দীন (৪৬ ) সে উত্তর কাঞ্চনার তহছিলদার ছিদ্দিক বাড়ির মৃত ছিদ্দিক আহমদের ছেলে। সাতকানিয়া থানা সুত্রে জানা যায়, সে তিনটি মামলার সাজাপ্রাপ্ত এবং এন আই এ্যাক্ট মামলার জরিমানাভুক্ত আসামি। সাতকানিয়া থানার এএসআই দীপক চন্দ্র ধর সহ তার সঙ্গীয় ফোর্স আসামীকে আটক করতে সক্ষম হয়। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে কঠোর নজরদারি দিয়ে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, সাজাপ্রাপ্ত ফখরুদদীন সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়। এছাড়াও ফখরুদ্দিন দীর্ঘদিন যাবত বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় জনগণের।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
