আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ'র মত্যুতে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।
সোমবার ( ১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌণে সাত টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আহমেদ (৭২) ইন্তিকাল করেন। (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, যুগ্ম সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চদ্র সানা, উপজলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন প্রমুখ।