যত রাস্তা নষ্ট করে
সারা দেশে ট্রাকে
ঘরের বউ নষ্ট করে
আশা আর ব্র্যাকে।
মসজিদ মন্দির নষ্ট করে
যত সব কমিটি
দেশে যত তালাক হয়
তার কারন সমিতি।
জামা কাপড় নষ্ট করে
ধুলা আর বালিতে
চেহারা যত নষ্ট হয়
মেকাপের কালিতে।
লেখা পড়া নষ্ট হয়
অসম্মান করিলে
ব্যবসা কিন্তু নষ্ট হয়
মিথ্যা বলিলে।
স্বামী স্থীর ঝগড়া হয়
মিথ্যা কথা বলিলে
শুধু স্বামী নষ্ট হয়
অস্বত ভাবে চলিলে।
চাকরি জিবি নষ্ট হয়
ঘুষের টাকা হাতালে
সারা দেশে বউ মারে
পাগল আর মাতালে।
স্কুল কলেজ নষ্ট করে
অশিক্ষিত নেতারা
দেশে যত দুর্নিতি করে
বড় বড় হুতারা।
নষ্ট নষ্ট করে তবু
থাকতে হয় সমাজে
সব কিছু বাদ রেখে
পড়ে থাকো দোয়া আর নামাজে।
