কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ২০২০-২১ বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩-০২-২০২১ (মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকায় উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাসব্যাপী এই প্রতিযোগিতা প্রশিক্ষণের সমাপনী প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার দৌলতপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার আবু সালেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দৌলতপুর, টিপু নেওয়াজ সভাপতি মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রশিদ প্রধাণ শিক্ষক মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়,মাহফুজুল কালাত সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা দৌলতপুর কুষ্টিয়া।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব তানভীর হোসেন জেলা ক্রীড়া অফিসার কুষ্টিয়া।