সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারী। এ-ই নির্বাচনে পটিয়া পৌরসভার ৪ বারের জনপ্রিয় কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন বলেছেন, পৌরসভার ২নং ওয়ার্ডকে আগামীতে মডেল ওয়ার্ড বানানো হবে। বিগত ২৩ বছরে তিনি রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। তার ধারাবাহিকতায় আগামীতেও উন্নয়ন কাজ অব্যাহত রাখা হবে। আজ ১ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ২টার পর থেকে ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী খাস্তগীরপাড়া, মিলন মন্দির এলাকায়, সাহিত্য বিশারদ এলাকা, ইন্দ্রপুল ও পল্লী মঙ্গল এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন- পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা জুলহাজুর রহমান লিংকন।আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর সওদাগর। আওয়ামী লীগ নেতা রনা দে, তপন,খোকন মল্লিক, মোঃ শফিকুল ইসলাম শফি জাতীয় শ্রমিক লীগ পটিয়া পৌরসভা শাখা। মোঃ নাজিম উদ্দীন উপ প্রাচার ও প্রাকাশনা সম্পাদক পটিয়া পৌরসভার আওয়ামী লীগ, আওয়ামীলীগ নেতা মোঃ মন্জু ভান্ডারী,মোঃ জহিরুল ইসলাম কালু সেন, মোঃ সেলিম মোল্লা, সাধন দে যুব লীগ নেতা মোঃ আরিফ, পটিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাবু শিব রাম দে সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বিপু নয়ন দে, রাজু দে, মোঃ রফিক, নুরুল ইসলাম গুরা, মোঃ মোরশেদ, ছাত্র লীগ নেতা মোঃ জসিম, মোঃ কায়েস, মোঃ সাকিব, মানিক,
বাবু,, তৌহিদ প্রমুখ। এছাড়াও কাউন্সিলর প্রার্থী রুপক সেনের সাথে এলাকার শত শত নারী- পুরুষ গনসংযোগ অংশ গ্রহণ করে এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।