আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক, প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মুনসুর আহমেদ আর নেই।তিনি সাতক্ষীরাসহ দেশবাসিকে শোকের সাগরে ভাসিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে, রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জহির উদ্দিন মবু কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড.আল মাহমুদ পলাশমহ সাতক্ষীরা জেলা শাখা, সকল উপজেলা শাখা, পৌর শাখা, সকল ইউনিয়ন শাখা সকল ওয়ার্ড শাখাসমূহের সকল নেতাকর্মীবৃন্দ।
শোক জ্ঞাপন করে সকল বিবৃতিদাতারা বলেন, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব মুনসুর আহমেদের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন প্রবীন রাজনীতিবিদ এবং দক্ষ অভিভাবককে হারালো। তাকে হারানোর মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সে ক্ষত কোন ভাবেই পূরণ হওয়ার নয়?
সাতক্ষীরাবাসী সাবেক সাংসদ, বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।