বড়লেখায় ৫০০ এতিম, পথশিশু ও রিক্সাচালকদের মাঝে খাবার বিতরণ

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইনসাফরক্তদান ও সমাজকল্যাণ সংস্থা  এর আয়োজনে ১৪/০২/২০২১ইং: রোজ রবিবার ০৪.০০ ঘটিকার সময় বড়লেখা রেলওয়ে মাঠে ও বড়লেখা বাজারে ৫০০ এতিম, পথশিশু ও রিক্সাচালক  ভাইদের মাঝে খাবার বিলিয়ে দেওয়া হয়।একই সাথে উপস্থিত ছিলেন সকল দায়িত্বশীলবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ