আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ ইউনিয়নের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী শহরের পানসি রেস্তরা সংলগ্ন নূর মহলে পালিত হয়েছে।
শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-খুলনা-২২১৭) ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সভাপতি মোঃ জুম্মান আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা ট্রাকশন এর স্বত্ত্বাধিকারী মোঃ তোফাজ্জেল হোসেন, সাজিদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবু সাইদ, রংমহল হার্ডওয়ারের স্বত্ত্বাধিকারী আব্দুল আওয়াল, রাজধানী হার্ডওয়ারের স্বত্ত্বাধিকারী টুটুল, নিউ মদিনা রং ঘর এন্ড হার্ডওয়ার'র স্বত্ত্বাধিকারী শাহ মোঃ আনারুল ইসলাম, নিউ সাতক্ষীরা হার্ডওয়ার'র স্বত্ত্বাধিকারী আসাদুল ইসলাম, সাতক্ষীরা হার্ডওয়ার'র স্বত্ত্বাধিকারী জুম্মান আলী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মহিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল আলিম, আজহারুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।