আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ১নং কলোনী জামতলা পাঁকা রাস্তার উপর থেকে পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও একটি ভেসপা মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
(১৯ শে ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ শার্শা থানার ১নং কলোনী জামতলা পাঁকা রাস্তার উপর থেকে ৪০বোতল ফেন্সিডিলসহ মোঃ আজিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। আটককৃত মোঃ আজিজুর রহমান যশোর কোতয়ালী থানার দেয়াড়া পূর্ব পাড়া গ্রামের রিফাজ উদ্দীনের ছেলে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।