হুদা মালী শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে শনিবার সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর প্রশিক্ষণ কক্ষে যুবকদের নিয়ে এক যুবনেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়।পাওয়ানকা ফান্ডের সহযোগিতায় ও অর্থায়নে " সুন্দরবন উপকুলীয় অঞ্চলের আদিবাসীদের প্রথাগত জ্ঞানের প্রসার ও জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধিকরণ লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক যীশু নাম আশ্রম পাজ্জী ফাঃ লুইজ
তিনি বলেন আদর্শ নেতার
বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, ভারতের মহাত্মা গান্ধী, ডঃ আম্বেদকর নেতৃত্বর বিরল দৃষ্টান্ত। আরো উপস্থিত ছিলেন রাম প্রসাদ মুন্ডা ও নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। সভাটি সার্বিক সঞ্চলনা করেন প্রকল্প ব্যবস্থাপক সনজয় মাঝী।
