তানজিম, স্পোর্টস রিপোর্টারঃ চলতি মাসের ২৩ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্য দেশ ছাড়বে বাংলাদেশ। এ সফরে জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব তা আগেই জানা ছিলো। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ না থাকা পেসার আল-আমীন হোসেন ও ফিরেছেন দলে। এছাড়া দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার নাসুম আহামেদ।
বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচিঃ
১ম ওয়ানডে- ২০ মার্চ, ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে- ২৩ মার্চ, হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ
৩য় ওয়ানডে- ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
১ম টি-টোয়েন্টি- ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি- ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি- ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড।