আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক ড. মোঃ মোকতার হোসেন। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা পরিচালন ও প্রকল্প সমন্বয়কারী দেবু বিশ্বাস, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, স. ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, দীপঙ্কর কুমার দ্বীপ, আব্দুল বাসেত হারুন চৌধুরী, আব্দুল আলিম মোল‍্যা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ