আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক ড. মোঃ মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা পরিচালন ও প্রকল্প সমন্বয়কারী দেবু বিশ্বাস, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, স. ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, দীপঙ্কর কুমার দ্বীপ, আব্দুল বাসেত হারুন চৌধুরী, আব্দুল আলিম মোল্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক বিএম আলাউদ্দিন প্রমুখ। সভায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক দূরত্ব্ব্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদার সহিত পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
