প্রথম আলোক২৪ পত্রিকায় সাভার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রাশেদুল ইসলাম রাশেদ

নিউজ ডেস্কঃ তিনি দীর্ঘদিন ধরে দৈনিক কপোতাক্ষ  নিউজ এবং মানবাধিকার কন্ঠ পত্রিকায় কাজ করে যাচ্ছেন। তিনি কপোতাক্ষ নিউজ কে  জানান, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার কারণে আজ আমি প্রথম আলোক২৪ পত্রিকায় নিয়োগ পেয়েছি।  

অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই প্রথম আলোক২৪ পত্রিকার সম্পাদক স্যার এডঃ মোকলেছুর রহমান মুকুল  যার কারণে আমার প্রতিভাকে প্রকাশ করার মাধ্যম খুঁজে পেয়েছি আমি আমার জীবনের সর্বোচ্চ টা দিয়ে কাজ করব দেশ এবং দশের পক্ষে।

 সর্বোপরি  সবার কাছে আমি দোয়াপ্রার্থী সকলে দোয়া করবেন, সকলে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যাতে আমি আরো উচ্চ শিখরে পৌছাতে পারি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ