তেঁতুলিয়ায় Team Positive Bangladesh (TPB) এর শীতবস্ত্র বিতরণ

তেঁতুলিয়া প্রতিনিধিঃযখন তোমাদের উষ্ণ ওমে শীতের অভিলাষ ;ওদের তখন শীতার্ত শরীরে করুণ দীর্ঘশ্বাস!

মধ্যরাতে বাংলাদেশের সর্ব উত্তর এবং শীতলতম স্থান পঞ্চগড় তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত মানুষের জন্য Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে 'দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার' হিসেবে মানসম্মত কম্বল বিতরণ।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বরাবরই শীতের প্রকোপ একটু দীর্ঘ হয়ে থাকে। গতবারের মতো এবারও প্রচণ্ড শীতের কারণে এখানকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে।সকাল থেকে দুপুর আবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে ভাসমান টিউবে চলে পাথর তোলার কাজ। এভাবেই চলে হাজারো পাথর শ্রমিকের জীবন-জীবিকা।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Team Positive Bangladesh (TPB) ও সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ এবং সাবেক ডাকসু জি,এস    গোলাম রাব্বানী,সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ করিম সিদ্দিকী,লিপ্টন, হেলাল,ও তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারন সম্পাদক রকি।

গোলাম রাব্বানী বলেন বিভিন্ন গণমাধ্যমে দেখেছি  দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া তাই দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে Team Positive Bangladesh (TPB)  শীতবস্ত্র বিতরন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ