ডা.এম.এ.মান্নান,টাংগাইল, জেলা প্রতিনিধি: টাঙ্গাইল নাগরপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে নাগরপুরের সর্বস্বরের মানুষের অংশগ্রহনে নাগরপুর উপজেলা কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ রোববার, ৭ মার্চ ২০২১ খ্রি. সকাল ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই জাহানের সভাপতিত্বে ও এটিও জি.এম ফুয়াদ মিয়ার পরিচালনায় ৭ই মার্চের বিশেষ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভ‚মি) তারিন মশরুর, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোঃ সুজায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।