কয়রা খুলনা প্রতিনিধি : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সাইক্লিং গ্রুপ কয়রার উদ্যোগে ৪ দলীয় ফুটবল খেলার ফাইনালে কপোতাক্ষ নদ ফুটবল একাদশ ২-১ গোলে কয়রা নদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত শুক্রবার বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন সাইক্লিং গ্রুপ কয়রার প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, সাইক্লিং গ্রুপ কয়রার উপদেষ্টা ও কপোতাক্ষ নদ ফুটবল একাদশের টিম ম্যানেজার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাইক্লিং গ্রুপ কয়রার সভাপতি ও কয়রা নদী ফুটবল একাদশের টিম ম্যানেজার প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, খায়রুল আলম, আফজাল হোসেন,আঃ খালেক শিক্ষক বরুন কুমার বৈরাগী, আঃ হালিম, মেজবা উদ্দিন, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কয়রার ইনচার্জ এম তাইজুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক মিহির কান্তি মন্ডল, আঃ রাজ্জাক ও শফিকুল ইসলাম।