মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃসিরাজগঞ্জের চৌহালীতে আজ মঙ্গলবার সকালে (২ মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে । 'বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়'— এ প্রতিপাদ্যকে ধারণ করে চৌহালী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে দিনটি পালনের পাশাপাশি ইসির মাঠ প্রশাসনেও ভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত করা হচ্ছে। এ দিনটিতে ২০২০ সালের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা:আফসানা ইয়াসমিন ।
এরপর নির্বাচন অফিসে ভোটার দিবসের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ছিলেন , উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মোঃ রোকনুজ্জামান (রকু),দাউদ রানা , নির্বাচন অফিসের অফিস সহকারী বাহারুল ইসলাম ও শামীম রেজা প্রমুখ ৷
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে ইতোমধ্যে আলোকসজ্জা করা হয়েছে এবং অফিসের সামনের রাস্তা ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।এ বছর তৃতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে।