কয়রা(খুলনা)প্রতিনিধি :-" বয়স যখন ১৮ হয় ভোটার হতে দেরী নয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে গত ২ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী। এ ছাড়া বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন,আব্দুস সাত্তার পাড়,শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মহাসিন আলী,সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল,প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম,সাংবাদিক মনিরুজ্জামান মনু, প্রমুখ। আলোচনা শেষে র্স্মাট কার্ড বিতরন করা হয়। অপরদিকে ঐতিহাসিক ৭ ই মার্চ এবং ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।