নওগাঁর আত্রাইয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এর উদ্বোধন

মোঃ ফিরোজ হোসাইন ,রাজশাহী ব্যুরো:
"বয়স যদি আঠোর হয়, ভোটার হতে দেরি নয়"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
এ দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং,শফিকুল ইসলাম বাবু, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই প্রেস ক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন প্রমুখ।
পরে প্রধান অতিথি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ