মন কি বলে? দিলুআরা জেমি

মন কি বলে জানো?
মন বলে, মনের মধ্যে গচ্ছিত রাখা প্রশ্নাবলীর সাড়া মিলবে কি কখনো? 
মন কি বলে জানো?
মন বলে, তুমি রোজ নীল রঙের বাহারি নজরকাঁড়া সাজে সজ্জিত হও কেন?
মন কি বলে জানো? 
মন বলে, নীলকে ভালোবেসে আরও কতোটা মন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে তোমার ওই বিশালত্বে?
মন কি বলে জানো? 
মন বলে, মাশা আল্লাহ! তোমাকে দেখতে আমার গোল গর্ত দুটি অপলক তাকিয়ে থাকে কেন?
মন কি বলে জানো? 
মন বলে, ও নীলের রাজা! তুমি এত সুন্দর কেন?
মন কি বলে জানো? 
মন বলে, আমার মতো তোমায় দেখে হিংসে হয়েছে অতিরিক্ত মন কোন?
মন কি বলে জানো? 
মন বলে, ওই নীলের রাজ্যে কখনো কি খ্যাতির যোগ্য হতে পারবো?
মন কি বলে জানো? 
মন বলে, আশাবাদী হও একদিন খ্যাতির যোগ্য তুমি হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ