মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ শনিবার দুপুর ১১ টায় সিরাজগঞ্জ সদর উপোজেলার বাগবাটী ইউনিয়ের দত্তবাড়ী হাফিজীয়া মাদ্রাসার নতুন ভবনের ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ কাজিপুর- ১ আসনের সংসদ সদস্য প্রোকৌশলি তানভীর শাকিল জয় ।এসময় আর ও উপোস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্রস্থাবিত মুনসুর নগর থানা আঃমী লিগের যুগ্গনো আহবায়ক গোলাম রব্বানী তালুক দার, সাবেক বাগবাটি ইউপি চেয়ারম্যান ও প্রস্ততি মুনসুর নগর থানা আঃমী লীগের যুগ্গনো আহবায়ক আমজাদ হোসেন প্রাং,ছোনগাছা ইউনিয়ন আঃমীলিগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জিন্না সহ বাগবাটী, ছোনগাছা, রতনকান্দি, বহুলী ইউনিয়ন হতে বিভিন্ন সহযগী সংগঠনের নেএা কর্মি ও মাদ্রাসার শিক্ষ ছাএ এবং এলাকার জনসাধারণ।এসময় এমপি জয় তিনি বলেন আমার দাদা শদিহ এম মুনসুর আলী ও আমার বাবা মরহুম নাসিম সাহেব আপনাদের ভালো বাসায় যেন আত্তার সাথে মিশে ছিলো সুখে দুঃখে পাষে ছিল,আপনার আমাকে দোয়া করবেন আমি ও যেন দাদা ও বাবার মত আপনাদের সাথে মিশে থাকতে পারি।এ রকম ধর্মি ও প্রতিষ্ঠানে সকল সহযগীতা করতে পারি।আলচনা শেষে বিশেষ মোনাজাত করেন।