বাগবটির দত্তবাড়ী হাফিজিয়া মাদ্রাসার নতুন আবাসিক ভবন নির্মান ফলক উন্মোচন করেন এমপি জয়

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ শনিবার দুপুর ১১ টায় সিরাজগঞ্জ সদর উপোজেলার বাগবাটী ইউনিয়ের দত্তবাড়ী হাফিজীয়া মাদ্রাসার নতুন ভবনের ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ কাজিপুর- ১ আসনের সংসদ সদস্য প্রোকৌশলি তানভীর শাকিল জয় ।এসময় আর ও উপোস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্রস্থাবিত মুনসুর নগর থানা আঃমী লিগের যুগ্গনো আহবায়ক গোলাম রব্বানী তালুক দার, সাবেক বাগবাটি ইউপি চেয়ারম্যান ও প্রস্ততি মুনসুর নগর থানা আঃমী লীগের যুগ্গনো আহবায়ক আমজাদ হোসেন প্রাং,ছোনগাছা ইউনিয়ন আঃমীলিগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জিন্না সহ বাগবাটী, ছোনগাছা, রতনকান্দি, বহুলী ইউনিয়ন হতে বিভিন্ন সহযগী সংগঠনের নেএা কর্মি ও মাদ্রাসার শিক্ষ ছাএ এবং এলাকার জনসাধারণ।এসময় এমপি জয় তিনি বলেন আমার দাদা শদিহ এম মুনসুর আলী ও আমার বাবা মরহুম নাসিম সাহেব আপনাদের ভালো বাসায় যেন আত্তার সাথে মিশে ছিলো সুখে দুঃখে পাষে ছিল,আপনার আমাকে দোয়া করবেন আমি ও যেন দাদা ও বাবার মত আপনাদের সাথে মিশে থাকতে পারি।এ রকম ধর্মি ও প্রতিষ্ঠানে সকল সহযগীতা করতে পারি।আলচনা শেষে বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ