বড়লেখায় সৈয়দ রফিক আহমদ (ইয়াহইয়া) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়

বড়লেখায় সৈয়দ রফিক আহমদ (ইয়াহইয়া) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরের গার্লস একাডেমির সুজানগর বালিকা একাডেমি'র প্রতিষ্ঠাতা সদস্য সুজানগর সৈয়দ বাড়ি নিবাসী মরহুম সৈয়দ হবিবুল হোসেন (সোয়া মিয়া) সাহেবের সুযোগ্য পুত্র দুবাই (ইউ এ ই) প্রবাসী বিশিষ্ট আগর আতর ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী সৈয়দ রফিক আহমদ (ইয়াহইয়া) একাডেমি পরিদর্শন করেন। 

এ সময় তিনি একাডেমির শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করেন। শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। এবং এক পর্যায়ে ''সুপ্রকপ'' ও একাডেমির পক্ষ থেকে তাঁকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষকমন্ডীর মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহেদুর রহমান, সাইদুল ইসলাম, মাহফুজুর রহমান, আলমাস আহমদ, ইমরান আলমাস, শেখ ওয়ালিদ, আফসানা আহমেদ এবং আফসানা ফওজিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ