রাজাপুরে মেম্বর প্রার্থীর তরিকুল ইসলাম তারেকের উঠান বৈঠক

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজপুরে ২৬ মার্চ শুক্রবার বিকালে মঠবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ তরিকুল ইসলাম তারেকের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই ওয়ার্ড থেকে পর পর দুইবার নির্বাচিত মোঃ তরিকুল ইসলাম তারেক বলেন, আমি আমার ওয়ার্ডসহ মঠবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উন্নয়নের কাজ করেছি। এলাকার ছোট খাটো কম পক্ষে ৮টি রাস্তা আমার নিজ খরচে নির্মান করেছি। এলাকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীব দুঃখীদের বিনা খরচে বিভিন্ন ভাতার কার্ড করে দিয়েছি। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানসহ আমার সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করেছি। তাই এলাকার জনগন আমাকে ভালোবেসে বার বার নির্বাচিত করেছেন। এবারেও এলাকার জনগন আমাকে মঠবাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে বলেছিলেন। এলাকার জনগনের কথায় আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে সকল প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু দলিয় সিদ্ধান্তে অন্য একজনকে মনোনয়ন দেয়া হয়েছে এবং এই বছর আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে নিষেধ করায় আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ৬ নং ওয়ার্ড থেকে মেম্বর পদে নির্বাচন করছি। আশা করি জনগন আগের মতো আমাকে ভালোবেসে ভোট দিবেন এবং আমি ১১ এপ্রিলের নির্বাচনে বিজয় লাভ করবো। এ উঠান বৈঠকে মোঃ  ইউনু আলী গোমস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফিরোজ খান, জামাল হাং, সোহরাব হোসেন, মাওলানা কবির হোসেন, মোসা. মাতোয়ারা বেগম, শাহ আলম খান, আহসান কবির, আ: লতিফ খান, মাওলানা রশিদ খান, মাওলানা আঃ খালেক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোঃ রেজোয়ান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ