আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলাব্যাপী ছড়িয়ে গেলো আলো। এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে (মুজিব বর্ষে) আলো ছড়ালো গদখালী ইউনিয়ন ভূমি অফিসে ১৬মার্চ হতে আজ অবদি আলোকসজ্জার আয়োজন চলছে। যেটা যশোরের মধ্যে অন্য ভূমি অফিস এমন আলোকসজ্জা করেনি বলে অভিমত ব্যক্ত করেছেন গদখালী ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ শহিদুল ইসলাম।
গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়ুব হোসেন বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি বিশ্ব দরবারে আমাদের দিয়েছেন একটা ভূখণ্ড, একটি পতাকা, একটি মানচিত্র ও আমাদের পরিচয়। তিনি জন্ম নিয়েছিলেন বলেই জন্ম নিয়েছে বাংলাদেশ। দেশের সব উন্নয়ন পরিকল্পনার সূচনা বঙ্গবন্ধুর হাত ধরেই। তার হাত ধরেই সংবিধান পেয়েছি। বঙ্গবন্ধু কবির মতো দেশের সব উন্নয়ন সাজিয়েছেন। তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের জন্য আমাদের পক্ষে আলোকসজ্জার আয়োজন।