কৌশিক চৌধুরী,হিলি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে উপজেলায় ৩০ জন গ্রাম পুলিশকে ১টি করে বাই সাইকেল প্রদান করা হয় ।
আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকারের আসবারপত্র ও সরঞ্জামাদি খাত হতে সরবরাহকৃত বাই সাইকেল বিতারণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকেই ছিলেন।