সারা দেশের ন্যায় চৌহালীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধিঃকরোনাকালে নারী নেতৃত্ব ,গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য নিয়ে     সিরাজগঞ্জের চৌহালীতে  আর্ন্তজাতিক নারী দিবস-২০২১  উপলক্ষে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকাল ১১  টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদারের   সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার , উপজেলা প্রাণিসম্পদ অফিসার একে এম মোশাররফ হোসেন  উপজেলা শিক্ষা অফিসার শাহাদত প্রামাণিক, উপজেলা আরডিও  অফিসার আবুল কালাম আজাদ,ত্রাণ অফিসার মোহাম্মদ মজনু মিয়াসহ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গ:

বক্তারা  ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা ও নারীর সমঅধিকারের বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন অতিথিরা ৷

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ