চৌহালীতে স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উদ্বোধন

চৌহালীতে স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উদ্বোধন

মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অর্জন,স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়েছে।

 শুক্রবার সকাল চৌহালী সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে তিনদিন ব্যপী কর্মসুচি হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী আফিসার আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ফারুক হোসেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: তাজউদ্দিন, চৌহালী থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমমুখ। দিবসের কর্মসুচির মধ্যে ছিল শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পত্বক অর্পন,কবুতর উমুক্ত, প্রশাসনের ভাষন, উমুক্ত ক্রীয়া প্রতিযোহিতা ও পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধদের সংবর্ধণা, কুচকাওয়াজ, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ