সচকিত প্রেমিক হাফিজুর রহমান

 সচকিত মনে সুদূর বিজনে,
বসিয়া প্রেমিকজন পুষ্পের সনে।
লয়ে পহেলা প্রনয় তান হৃদ গহীনে।

একান্তে ভাবে নীরবে বসে,
ঐ বুঝি দূর হতে প্রেমী তার আসে।
কেমন করে সে বলবে তারে,
সঞ্চিত আছে যে কথা মন মাঝারে।

হারিয়ে  প্রেম সাগরের হিল্লোলে
মৃদু মৃদু হেসে যায় আপনা খেয়ালে।

ভাবে, প্রেমীর আগমনে লাগবে শিহরণ
পুষ্পের সৌরভে করিবে, প্রেম নিবেদন।

ভাসাইবে ডিঙি নদীর জলে,
মাঝি হয়ে সব কথা কইবে ভাটিয়ালে।

নদীর ঢেউয়ে ঢেউয়ে ভেসে দুজনে
জমাবে পাড়ি প্রীতি ভরা নির্জনে।

আরও কত ইচ্ছা জাগে প্রেমিক হিয়ায়
বিজনে বসে রয় পেমীর অপেক্ষায়।

রবির কিরণ কমে, নেমে আসে সাঁঝ,
হায়! প্রেমিকের প্রেমী এলোনা যে আজ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ