এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলার চেয়ারম্যান সিকদার আঃ হান্নান রুনু, উপজেলা নির্বাহি কর্মকর্তা রোসলিনা পারভিন,লোহাগড়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,সহ মুক্তিযোদ্ধা গন এবং সকল পেশার মানুষ। উপস্থাপন করেন লোহাগড়া উপজেলার সমবায় অফিসার মোঃ তরিকুল ইসলাম।
এছাড়া লোহাগড়া পুলিশের এসআই রাজিবের নেতৃত্বে লোহাগড়া থানা পুলিশের মহড়া ও কুচকাওয়াজ ও সম্মান প্রদর্শন করেন।এছাড়া লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আনসার সদস্যগণ সম্মান প্রদর্শন ও কুচকাওয়াজ এ অংশগ্রহণ করেন। এ সময় তারা সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা যাপন করেন।