![]() |
| ছবি-যৌথ অভিযানের চিত্র |
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দীর্ঘদিন ধরে যানবাহন চালক ও সবজি ব্যবসায়ীদের অবৈধ দখলে সড়ক ও ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় চরম যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এতে পথচারীদের চলাচলেও মারাত্মক সমস্যা দেখা দেয়।এই প্রেক্ষাপটে আজ শনিবার বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা যানবাহন ও ফুটপাতের ওপর ব্যবসা পরিচালনাকারী সবজি বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। এতে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় সড়ক দখলের দায়ে ৭ জনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মো. সোহেল মিয়া (৪৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “সোহেল মিয়াকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা অমান্য করেন। তাই এবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
