আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গার্লস একাডেমির নতুন নির্ধারিত ভুমিতে আজ ১৭/০৩/২০২১ইং: রোজ বুধবার সুজানগর ইউনিয়ন পরিষদ এর সুনাম দন্য চেয়ারম্যান জনাব নছিব আলী সাহেবের নেতৃত্বে সাইনবোর্ড লাগানো হয়েছে। মোট ৭৫ শতক জায়গার উপর প্রতিষ্ঠানের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন:-
আলহাজ্ব ছাবির আহমদ (সাবেক চেয়ারম্যান)
আলহাজ্ব বদর উদ্দিন (প্রিন্সিপাল, আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা),আব্দুল কাদির (শিক্ষা সচিব আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা),ফখরুল ইসলাম ,চুন্নু মিয়া,আবুল আস আহমদ ,হাজী বদরুল ইসলাম,সাইফুল ইসলাম (লন্ডন প্রবাসী),আব্দুল কাদির (সভাপতি খাদিমুল কুরআন পরিষদ),আশরাফ হায়দার মিলু (প্রধান শিক্ষক, গাংকুল প আ উ বি),নাদের আহমদ,সেলিম আহমদ
ফাহিমুর রহমান,হাফিজ কুতুব উদ্দিন (সি-সভাপতি, সু ই স কল্যাণ পরিষদ),হুসেন হায়দার মুন্নি,মুতিবুল ইসলাম মুবেল (সা-সম্পাদক , সু ই স কল্যাণ পরিষদ),রোহেল আহমদ,কমরুজ্জামান কমরু,শওকত হাসান প্রমুখ। এ ছাড়াও সুজানগর ইউনিয়নের আরো অনেকে গন্য মান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।