![]() |
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক |
আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের শার্শার বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
(৬ ই মার্চ) শনিবার সকালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাধীন শার্শা উপজেলার বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে ৩৬ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ মোঃ জাহিদ হাসান (২৬), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বাগআঁচড়ার পুলিশ। আটককৃত মোঃ জাহিদ হাসান( ২৬), বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।