গালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য পদে মনোনয়পত্র জমা দিলেন আফজাল হাওলাদার

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ প্রথম ধাপের ইউপি নির্বাচনে ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের (নিজ গালুয়া) ইউপি সদস্য পদে মনোনয়পত্র জমা দিয়েছেন মোঃ আফজাল হাওলাদার। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইউসুফ আলীর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এসময় তার সাথে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোঃ আফজাল হাওলাদার গালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজ গালুয়া অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বিগত কয়েক বছর যাবত সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে পালন করে আসছেন। করোনাকালীন সময়ে তিনি ত্রাণ সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছেন। এ বিষয়ে মোঃ আফজাল হাওলাদার জানান, এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছি আগামী ১১ই এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের প্রত্যক্ষ ভোটে ইউপি সদস্য নির্বাচিত হবো।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ