![]() |
বড়লেখায় হিফজুল কোরআন এতিমখানা মাদ্রাসায় ডিপ ফ্রিজ প্রদান |
আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যবস্থাপনায় সংগঠনের কার্যকরী কমিটির সিঃ সহসভাপতি তোফায়েল আহমেদ তুহেল এর প্রস্তাবনায় সংগঠনের আন্তরিক একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী আমেরিকা প্রবাসী ভাইয়ের অর্থায়নে আজ বাদ আছর বড়লেখা হিফযুল কোরআন এতিমখানা মাদ্রাসায় একটি ডিপ ফ্রিজ প্রদান করা হয়।
এতে,, উপস্থিত ছিলেন পাবলিকেশন সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাহতাব আল মামুন "সিনিয়র সহসভাপতি জনাব তোফায়েল আহমেদ তুহেল "সহসভাপতি জনাব আহমেদ জাকারিয়া প্রমুখ।
ফ্রিজ গ্রহণ করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠিতা মাওলানা খলিলুর রহমান।