চৌহালী উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ

মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সিরাজগঞ্জ জেলা আওয়ামীলগের প্রধান নির্বাচন কমিশনার, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধ ফিরোজ ভূইয়ার নিদের্শনায় আজ বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে বেলা ৩ টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিক্রি হয়।

সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ০৩ জন ফরম সংগ্রহ করেন। সভাপতি পদে মোঃ তাজ উদ্দিন ও মোঃ মজিবর রহমান এবং সাধারণ সম্পদক পদে মোঃ ফারুক সরকার, মোল্লা বাবুল আক্তার ও আব্দুল কাহ্হার সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আনোয়ার পারভোজ লিমন, সদস্য, নির্বাচন কমিশন, জেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান, নির্বাচন কমিশন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, আ'লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম , খাষকাউলিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুত ও ত্র্যাডভোকেট মনিরুল ইসলাম মানিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ