বিদ্যোৎসাহী নাকি বিদ্যুৎসাহী?

শিক্ষাঙ্গনঃ আমাদের মধ্যে বিদ্যোৎসাহী ও বিদ্যুৎসাহী শব্দ দুইটি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে।
আজ বিষটি নিয়ে ব্যাকারণের আলোকে আলোচনা করব। বাংলা ব্যাকারণে স্বরসন্ধির নিয়ম অনুসারে আ+উ=ও, ও তে ো কার। সুতরাং  বিদ্যার জন্য  আ, উৎসাহীর জন্য  উ যোগ করে ও কার হয়েছে। ফলে বিদ্যা+উৎসাহী= বিদ্যোৎসাহী হয়েছে। এ-ই কারণে বিদ্যোৎসাহী লেখাটি সঠিক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে একজন বিদ্যোৎসাহী সদস্য থাকেন। অথচ এই বানানটিই ভুল লেখা হয় যা শিক্ষা অঙ্গনের জন্য বড়ই বেমানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ