ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস উদযাপন

আফজাল হোসেন চাঁদ : "বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরী নয়" এই স্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদায়, যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে মঙ্গলবার সারাদিন ব্যাপী জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার নির্বাচন অফিসে বিস্তৃত প্রসারে ভোটার সেবামূলক কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে সারাদিন ব্যাপী নতুন ও পুরাতন ভোটারের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল প্রকার কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা, পরামর্শ ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আসাদুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আরফিন রেজা, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, পৌরসভার উদ্যোক্তা টগর হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসার নির্বাচন অফিসে রঙবেরঙের বেলুন ও বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ