সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ পটিয়া শাহ্ আমিরুজ্জমান (রঃ) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ম তম মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯ এর পুরস্কার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার পটিয়া মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর খাতুনগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আমির হোসাইন। সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা নবনিবার্চিত মেয়র মো: আইয়ুব বাবুল। প্রধান বক্তা ছিলেন ফেডারেল ইন্স্যুরেস্স কোং লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপক মাহাবুবুল আলম.সংবর্ধিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ডাঃ মো: রাজীবুল ইসলাম রানা, সংগঠক মীর এরশাদুর রহমান, লেখক ও গবেষক রশীদ এনাম.সংগঠনের সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেনের ও ইকবাল হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আয়োজন উপ-কমিটির আহবায়ক এ,জি,এম দাউদুজ্জমান আজাদ, প্রধান সমন্বয়কারী মুহাম্মদ দিদারুল আলম, সদস্য-সচিব আবু তাহের চৌধুরী,শরীফ আহমেদ,এসএম মহিউদ্দিন আমিরী, এসএম মোরশেদুজ্জমান আমিরী, কৃষিবিদ মোস্তাক আহমদ,মাহাবুবুল আলম রাশেদ,ফরিদুল আলম,কাজী সোহেল,ইউসুফ,মুহাম্মদ সায়েমুজ্জমান সায়েম,শওকত ওসমান,হানিফ, নুরুল হাকিম,সাজেদুলকরিম,ইমরান,শাওন,রিয়াদ,আবদুল হাকিম,করিম,পারভেজ,রিপন,শাহেদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি নবনিবার্চিত মেয়র আইয়ুব বাবুল বলেন, বঙ্গবন্ধুর সোনার দেশ গড়তে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে'র সঠিক ইতিহাস জানতে হবে। সু-শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। বঙ্গবন্ধু'র কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়ন বিনামূল্য বই, উপবৃত্তিসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, কুইজসহ বিভিন্ন সংগঠনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে নিজেকেই সু-শিক্ষিত হিসেবেই গড়ে তুলতে পারবে। তাই শিক্ষক পাশাপাশি অভিভাবকেরা তাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। শাহ্ আমিরজ্জমান (রঃ) স্মৃতি ফাউন্ডেশন এ ধরণের মেধবৃত্তি পরীক্ষার আয়োজন করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
পরে অতিথিবৃন্দরা মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে গোল্ড ম্যাডেলসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। উদ্বোধক আমির হোসাইন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি বেশি শিক্ষিত সে জাতি বেশি উন্নত। বর্তমানে শিক্ষা ব্যাস্তাকে পরিবারের অভিভাবক সহ শিক্ষকদের পাঠদানে যত্নসহকারে দেওয়া আহবান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, টুইটার অনলাইনে শিকার্থীদের মনোযোগ বেড়ে গিয়েছে এসব প্রভনতা দুর করতে হবে শিকার্থীদের সুশিক্ষার মাধ্যমে আদর্দ দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।