পল্লীশ্রী’র উদ্যোগে ৫নং শশড়া ইউনিয়নে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মামুনুর রশিদ ,দিনাজপুর প্রতিনিধি
 :মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ২৯ মার্চ সোমবার পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে এবং ব্রেড ফোর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী এর সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার ৫নং শশড়া ইউনিয়নের গোয়ালপাড়া আদর্শ গ্রামে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলার ৫নং শশড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। আদর্শ গ্রামের সভাপ্রধান ময়না বেগম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ইউপি সদস্য মোছাঃ নাজমা বেগম, মোঃ খলিলুর রহমান, এলাকা প্রাইমেরি বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীশ্রী'র প্রোগ্রাম অফিসার শাহেজাদী শিরিন এবং সহযোগিতায় ছিলেন পল্লীশ্রী'র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস।
উক্ত রচনা প্রতিযোগিতায় আদর্শ গ্রামের ২০জন কিশোর-কিশোরী অংশগ্রহন করেন প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ