মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাঁড়ের মৃত্যু

মৃত ষাঁড়ের প্রতীকী চিত্র
স্টাফ রিপোর্টার: মণিরামপুরে বিদ্যুৎস্পর্শে আনোয়ার হোসেন নামে এক খামারির এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে পৌরশহরের স্বরুপদাহ গ্রামে ঘটনাটি ঘটে।
স্বরুপদাহ গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে আনোয়ার হোসেন বলেন, পল্টিখামারে ক্ষতিগ্রস্থ হয়ে গরু পালন শুরু করি। গোয়ালে আমার তিনটি ও ছোটভাই শফিয়ার রহমানের দুইটি গরু ছিল। গরুর খাবারের পাত্রর উপর বিদ্যুতের বাতি জ্বলছিল। রাত একটার পরে কোন এক সময় বড় ষাঁড়টি শিং দিয়ে বাতিতে আঘাত করে। তখন বাতি ভেঙে তার গায়ের উপর পড়ে। ভোরে উঠে দেখি বিদ্যুতায়িত হয়ে ষাঁড়টি মরে পড়ে আছে। সোমবার সকালে লাখ টাকা মাটিতে পুঁতে এসেছি।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ