কবি মোস্তাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: প্রথম আলো বন্ধু সভার যশোরের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য কবি মোস্তাফিজুর রহমানের পিতা ডা. মতিয়ার রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কিসমত খান পুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, ডা. মতিয়ার রহমান শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার সকালে অনুষ্ঠিত জানাজা নামাজ পরিচালনা করেন কিসমত খান পুর জামে মসজিদের ইমাম সোলায়মান হোসেন। জানাজায় উপস্থিত ছিলেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসম্পাদক নূরজাহান আরা নীতি, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রথম আলোর বন্ধু সভার সাবেক সভাপতিমোয়াজ্জেম হোসেন, যশোর শিক্ষাবোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক পারভীনা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান লিটন হোসেন, অ্যাডভোকেট আব্দুল করিম, প্রভাষক অমেদুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ