আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
আইনি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিয়েছেন বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা। আর এর অংশ হিসাবে উপজেলার সকল ইউনিয়নে বিট পুলিশিং অফিস স্থাপন করেছেন। এখানেই আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারবেন, যে কোন অভিযোগ করতে পাবরেন। বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন যে কোন অপরাধ সংঘটিত হলে আপনাদের হাতের কাছেই বিট পুলিশিং অফিসে আসুন, সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অবহিত করুন, আমরা খুব দ্রত ব্যাবস্থা নিব। বিট পুলিশিং অফিস আয়োজিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। বৃহস্পতিবার (৩রা মার্চ) বিকেলে উপজেলার ২নং সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় ৫নং বিট অফিসের আয়োজনে "বিট পুলিশিং সফল করি" সুখি-নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে জনসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মন্টুর সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক, থানার সেকেন্ড অফিসার এসআই নুর আলম, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা গামা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, ইউপি সদস্য গোলাপ, ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, সদর ইনিয়নের ৫নং বিট পুলিশিং অফিসের দায়িত্বরত এএসআই আবুল কালাম আজাদ।