![]() |
বড়লেখায় ফুটবল ক্লাব এর আত্ম প্রকাশ ও জার্সির মোড়ক উন্মোচন |
আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুপরিচিত গ্রাম বিছরাবন্দ এই গ্রামের মানুষেরা সাংস্কৃতিমনা
বিভিন্ন রকম খেলাধুলায় অংশ গ্রহণ করেন গ্রামের তরুনরা ভরে আনেন সম্মান।
এর ধারাবাহিকতায় জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল খেলা আর এই খেলার গৌরব রক্ষার্থে ও সাংস্কৃতির বিকাশ ঘটাতে বিছরাবন্দ এর তরুনরা একটি সুসংগঠিত ফুটবল ক্লাব গঠন করতে উদ্যোগ গ্রহণ করেন।
আজ ০৪/০৩/২০২১ইং: রোজ বৃহস্পতিবার ০৩-০০/ সময় পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাকালীন কার্যালয়ে ক্লাবের জার্সির মোড়ক উন্মোচন করা হয়। জার্সি উপহার দেন পাবলিকেশন সোসাইটির চেয়ারম্যান মাহতাব আল মামুন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুস স্বপন সহ সংগঠনের নেত্রীবৃন্দ ।