![]() |
কয়রায় বিশিষ্ট গবেষক আবুল মকসুদের স্মরণ সভা অনুষ্ঠিত |
মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে কাটকাটা লঞ্চঘাটে "লঞ্চঘাট পাঠাগার" এর উদ্যোগে বিশিষ্ট গবেষক, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এর প্রয়াণে "স্মরণ সভা" অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট লেখক ও গবেষক, যিনি ২০০৩ সালে ইরাকে অন্যায়ভাবে মার্কিন হামলার
প্রতিবাদে সেলাই ছাড়া সাদা কাপড় পরা শুরু করেছিলেন, অমৃত্যু ব্যক্তিত্ববান প্রবাদ পুরুষ, বাংলার আন্নাহাজারে খ্যাত সৈয়দ আবুল মকসুদ গত ২৩ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন।
সভায় লঞ্চঘাট পাঠাগার এর অন্যতম উদ্যোক্তা ও স্কুল শিক্ষক মোস্তফা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও স্কুল শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাসের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন "লঞ্চঘাট পাঠাগার" এর প্রধান উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন " হিউম্যানি ফার্স্ট" এর প্রতিষ্ঠাতা সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষক জনাব ইদ্রীস আলী।
এসময় বক্তারা আবুল মকসুূদের জীবনি আলোচনা করে তা থেকে শিক্ষা গ্রহণ করতে আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বেদকাশী ব্লাড ডোনার ক্লাব এর প্রতিষ্ঠাতা, হিউম্যানিটি ফার্স্ট এর স্বেচ্ছাসেবক ও লঞ্চঘাট পাঠাগার এর সমন্বয়ক মাহমুদুল হাসান বাদশাহ,আজমিরুল ইসলাম,সাজিদুল ইসলাম,এনামুল,মাহফুজ, জাভেদ আনান,মাসুম,হাসান,রোকেয়াবসুলতানা প্রমুখ।