বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর -৬ কেশবপুর নির্বাহী অফিসারের কায্যালয় থেকে মানপত্র সংগ্রহ করেছেন


কেশবপুর যশোর সংবাদদাতা : কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কায্যালয় থেকে  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলীর পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার শাখার নেতৃবৃন্দু।বুধবার মনোনয়ন সংগ্রহের সময উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সহকারি সেক্রেটারি   প্রভাষক  তবিবুর রহমান, কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার, সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক তাজাম্মুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। জনাব সাইদুর রহমান সাঈদ বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি দুষ্ট  নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্য্যকরিয়া ক্রম আব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ