আত্রাইয়ে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

আত্রাইয়ে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

মোঃফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ
নওগাঁর আত্রাইয়ে এনবিসি ইট ভাটার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছ৷  মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী গ্রাম সংলগ্ন এনবিসি ইট ভাটা ক্রয় করে আশরাফুল ইসলাম এবং সিদ্দিকুর রহমান যৌথভাবে পরিচালনা করে আসছিলেন। এদিকে ভাটায় অবৈধভাবে কাঠ(খরি) পোড়ানো হচ্ছে এবং ইটের আকৃতি (মাপ) নিয়ম অনুযায়ী হচ্ছে না এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এনবিসি ইট ভাটায় অভিযান চালিয়ে কাঠ(খরি) পোড়ানো এবং ইটের আকৃতি (মাপ) নিয়ম অনুযায়ী না হওয়ায় এ দন্ডাদেশ প্রদান করা হয়েছে। সেইসাথে ভাটার সীমানার মধ্যে কোন প্রকার খরি রাখা যাবেনা মর্মে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ