![]() |
হতাশ কৃষক! |
তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ অজ্ঞাত রোগে মেহেরপুর জেলায় শত শত বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে।কৃষকদের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো যোগাযোগই করে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে তেমন কিছু নয়, ক্ষতির পরিমাণ এক পার্সেন্ট হবে। চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলার ৩ টি উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছিল ১৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়। অর্থাৎ মেহেরপুর জেলায় মোট ১৯ হাজার ১শ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকার কারণে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে চাষীদের মুখে এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই চাষিদের মাথায় বিনা মেঘে বজ্রপাতের ঘটনা ঘটেছে। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠ জুড়ে ধানের শীষ আসার পরপরই ধানের সাদা হয়ে চিটা পড়ে দাঁড়িয়ে রয়েছে।