তানভীর আহমেদ, মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে করোনাভাইরাস সচেতনতার লক্ষ্যে পৃথক অভিযানে মুখে মাস্ক না থাকায়, এবং লকডাউন না মানাই, ১৩ জনের কাছে ৫ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
আজ মেহেরপুর জেলার মোট ৬ টি স্থানে একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের একাধিক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ, সেখানে পুলিশের একাধিক টিম উপস্থিত ছিলেন। এ সময় মুখে মাস্ক না থাকায় এবং লকডাউন না মানাই মেহেরপুর শহরের কাথুলী বাস স্ট্যান্ড, হোটেল বাজার, কলেজ মোড় ও কোট মোড় সহ গাংনী ও মুজিবনগরে মোট ৬ টি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ জনের কাছে ৫ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন করেন তারা, এছাড়াও অসহায় মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।